স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের, উপপরিচালক (রুটিন দায়িত্ব) আব্দুছ ছাত্তারের সঞ্চালনায় এবং সুনামগঞ্জ সরকারের জুবিলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. মনসুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুল মোমেন, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুব জামান।
আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযেদ্ধা মো. রিয়াজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. ধনু মিয়া, কোর্ট মসজিদের ইমাম মো. তাজুল ইসলাম।
আলোচনা সভায় বক্তরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন। এছাড়া বক্তারা বঙ্গবন্ধুর ত্যাগ ও তিতিক্ষার দীর্ঘ সংগ্রাম জীবনাদর্শ ধারণ করে সবাই মিলে তাঁর স্বপ্নের অসা¤প্রদায়িক ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ে তোলার আহ্বান জানান। – সংবাদ বিজ্ঞপ্তি