মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙালভিটা গ্রামের নিজ বসতঘরের ভেতর থেকে গত শুক্রবার রাতে আলাল মিয়া (২১) নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বলেন, উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙালভিটা গ্রামের বাসিন্দা আব্দুর রশিদের ছেলে আলাল মিয়ার (২১) বিাংদ্ধে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য চোরাইপথে নিয়ে আসার অভিযোগে গত বছর মধ্যনগর থানায় একটি মামলা হয়। মামলা নম্বর জিআর ৪৯/২২। এই মামলায় এতদিন তিনি পলাতক ছিলেন। শুক্রবার রাত ১০টার দিকে নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগার পাঠানো হয়েছে।