স্টাফ রিপোর্টার ::
মধ্যনগর থানা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, মধ্যনগর থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. মশিউর রহমান শনিবার দুপুরে মধ্যনগর থানাধীন তেলিপাড়ায় (খলাহাটি) সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে নোয়াপাড়া গ্রামের মৃত মো. হাফিজ মিয়ার পুত্র মো. সুলতান (৪৫) ও খালিশাকান্দা গ্রামের মৃত আহম্মদ আলীর পুত্র মো. ওবায়দুল্লাহ (২৮)-কে একটি ইঞ্জিনচালিত নৌকাসহ আটক করেন। এ সময় তাদের কাছে থাকা একটি পলিথিন থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মধ্যনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।