সুনামকণ্ঠ ডেস্ক ::
নাগরিকদের তথ্য জানার অধিকার আছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, একটা ছবি যেমন অনেক শব্দ প্রকাশ করে থাকে, ঠিক তেমনি একটা কার্টুনও মিলিয়ন শব্দ প্রকাশ করে। একজন নাগরিকের কোনো কিছু জানার অধিকার এবং প্রয়োজন আছে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির প্রয়াত সাধারণ স¤পাদক কার্টুনিস্ট এম. এ. কুদ্দুসের স্মরণসভা ও ‘বাংলাদেশের অর্থনীতি-রাজনীতিতে কার্টুনের ভূমিকা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ স¤পাদক রিমন রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিকী হক। বিশেষ অতিথি ছিলেন পানি স¤পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুল লতিফ মোল্লা।
অনুষ্ঠানে এম এ মান্নান বলেন, দেশের একজন নাগরিকের কোনো কিছু জানার অধিকার এবং প্রয়োজন দুটোই আছে। আমাদের দেশে অনেক ঘাটতি আছে, অন্যায় হচ্ছে, কিন্তু সবকিছু ছাপিয়ে দেশে ইতিবাচক পরিবর্তন হচ্ছে।
তিনি আরও বলেন, আপনাদের (সাংবাদিকদের) জন্য ওয়েজবোর্ড ঘোষণা হয়, কিন্তু বাস্তবায়ন হয় না। তবে কেউ এটা মানে, কেউ মানে না। ওয়েজবোর্ড যেহেতু সবার সাথে আলোচনা করেই হয়েছে, তাহলে মানবে না কেন? সাংবাদিকতা পেশায় নিরাপত্তার জন্য ওয়েজবোর্ডের প্রয়োজনীয়তা আছে। আমরা সরকারি চাকরিতে যেমন নিরাপত্তা পাই, আপনারা সাংবাদিকরা তেমনটা পান না।
এম এ মান্নান বলেন, তথ্য জানার মাধ্যম হচ্ছেন সাংবাদিকরা। প্রকৃত তথ্য জানার জন্য আমি সাংবাদিকদের সাথে মেশার চেষ্টা করি। তিনি আশা প্রকাশ করেন, সাংবাদিকতা পেশায় যারা ভূমিকা পালন করছেন, তারা রাষ্ট্র ও সমাজের প্রতি দায়বদ্ধ থেকে দায়িত্ব পালন করবেন।