স্টাফ রিপোর্টার ::
সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের শরীফপুর গ্রামের মোল্লাবাড়ির ফজলুল করীমের ছেলে মিজানুর রহমানের (৩৫) নিহত হয়েছেন। বৃহ¯পতিবার বেলা ২টার দিকে সিলেটের একটি বাসায় ডিপ কলের সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। পরে মিজানকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।
শুক্রবার সকালে মিজানুর রহমানের লাশ দোয়ারাবাজার নিজ বাড়িতে নিয়ে আসেন স্বজনেরা। ওইদিন বাদ জুম্মা শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন স¤পন্ন করা হয়। নিহত মিজানুর রহমান স্ত্রী, দুই সন্তান রেখে গেছেন।