শান্তিগঞ্জ প্রতিনিধি ::
জাতীয় শোক দিবস উপলক্ষে শান্তিগঞ্জে ছাত্রলীগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে শোকর্যালি শেষে শান্তিগঞ্জ বাজারস্থ পরিকল্পনামন্ত্রীর বাসভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ স¤পাদক জুয়েল দাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিতাংশু শেখর দাস সিতু। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ স¤পাদক হাসনাত হোসেন। সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ স¤পাদক নাঈম আহমদ।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ স¤পাদক ইমরান হোসেন তালুকদার, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ স¤পাদক মাজেদুল হক, উপজেলা ছাত্রলীগের সিনয়র সহ-সভাপতি দিলন আহমদ, যুগ্ম সাধারণ স¤পাদক ফাহিম আহমদ প্রমুখ।