মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার মধ্যনগর থানা ভবনের হলরুমে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মধ্যনগর থানার বিদায়ী ও নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে সংবর্ধনা দেওয়া হয়েছে। মধ্যনগর থানা পুলিশ এই অনুষ্ঠানের আয়োজন করে। বিদায়ী ওসি মো. জাহিদুল হক এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন মধ্যনগর থানার নবাগত ওসি মো. এমরান হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন, মধ্যনগর বাজার বণিক সমিতির সভাপতি অমরেশ রায় চৌধুরী, চামরদানি ইউপি চেয়ারম্যান আলমগীর খসরু, উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ স¤পাদক বিদ্যুৎ কান্তি সরকার প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী ও নবাগত ওসিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।