1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১০ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

হাসনাবাদ গ্রামে চুরি বৃদ্ধি : পুলিশ সুপার বরাবরে দুই অভিযোগ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

 

 

স্টাফ রিপোর্টার ::

শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামে দীর্ঘদিন ধরে চুরি সংঘটিত হয়ে আসছে। কিন্তু এসব ঘটনা প্রতিকার করতে না পেরে গ্রামের বাসিন্দা দুই ব্যক্তি পুলিশ সুপার বরাবরে অভিযোগ দিয়েছেন। বুধবার এই দুই অভিযোগ দেন গ্রামের বাসিন্দা মৃত আসক আলীর স্ত্রী আপ্তাবুন নেছা ও ইরশাদ আলীর স্ত্রী জাহানারা বেগম।

অভিযোগে আপ্তাবুন নেছা উল্লেখ করেন, মঙ্গলবার দিবাগত রাত তিনটায় তার ঘরে রক্ষিত ৭০ মণ ধান, একটি ডিপ কলের মটর, পাইপ, জমিনে পানি নিষ্কাশনের মেশিন, দশটি ভেড়া, পাঁচটি ছাগল চুরি করে নিয়ে যায়। এসময় ঘরে থাকা মানুষকে দেশীয় অস্ত্র দেখিয়ে প্রাণে মারার ভয় দেখায়। তাই তারা প্রতিবাদ করতে পারেননি।

জাহানারা বেগম তার অভিযোগে উল্লেখ করেন, সোমবার দিবাগত রাত ১টায় তার বসতঘর থেকে তিন ভরি স্বর্ণ, একটি ফ্রিজ, একটি গ্যাসের চুলা, আটটি সিলিং ফ্যান, একটি মটর, একটি টিভি, দুইটি ল্যাপটপ, একটি ক¤িপউটার তাকেসহ পরিবারের সদস্যদের অস্ত্রের ভয় দেখিয়ে রুমের ভেতর জিম্মি করে মালামাল নিয়ে যায় চোরেরা। তাদের মালামাল উদ্ধারসহ আইনি ব্যবস্থা গ্রহণে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান অভিযোগকারীরা।

এ ব্যাপারে জয়কলস ইউপি চেয়ারম্যান সুজন মিয়া জানান, হাসনাবাদ গ্রামে কয়েকদিন ধরে চুরি-ডাকাতি হচ্ছে এটা আমি জানি। যাদের মালামাল চুরি হয়েছে। তাদের কয়েকজনে আমার কাছে বলে গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com