তাহিরপুর প্রতিনিধি ::
২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ আগস্ট) জামালগঞ্জ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠন এবং সুনামগঞ্জ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ -১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও সুনামগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. সেলিম আহমেদ।
জামালগঞ্জের কামিনিপুর, মমিনপুর বাজার এলাকায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান। সভায় জামালগঞ্জ উপজেলার তৃনমূল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।