স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার দিরাই রাস্তা সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। বুধবার (২৩ আগস্ট) দুপুরে দুর্ঘটনাটি ঘটে। সিএনজি চালক ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মরজাদ গ্রামের জিয়াউল ইসলাম (২৫) দুর্ঘটনাস্থলেই মারা গেছেন। তিনি ওই গ্রামের শাহবাজ আলীর পুত্র। এছাড়া দুর্ঘটনার সময় সিএনজিতে থাকা আরো ৫ যাত্রী আহত হয়েছেন। আহত ৩ যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানাগেছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ওইদিন দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুর্ঘটনাস্থলেই মারা যান সিএনজি চালক। গাড়িতে থাকা আহত আরো ৫ যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।
শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জিসান রহমান নাবিক জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থল পৌঁছে সিএনজি চালকের মরদের উদ্ধার করেন।