1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৬ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে, চালক ও হেলপার নিহত

  • আপডেট সময় বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

মো. শাহজাহান মিয়া ::
জগন্নাথপুরে বেইলি ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক নদীতে পড়ে তলিয়ে যায়। এতে ট্রাক চালক ও হেলপার নিহত হয়েছেন। এ দুর্ঘটনার পর থেকে জগন্নাথপুর হয়ে সুনামগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানান, জগন্নাথপুর উপজেলার নারিকেলতলা এলাকায় কাটাগাঙের উপর থাকা বেইলি ব্রিজটি এমনিতেই ঝুঁকিপূর্ণ। এরপরও এ সেতু দিয়ে যানবাহন চলাচল করছে। এর মধ্যে মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে জগন্নাথপুর বাজারের রড-সিমেন্ট ব্যবসায়ী শাকিল আহমদের একটি সিমেন্টভর্তি ট্রাক ঢাকা থেকে জগন্নাথপুর আসার পথে বেইলি ব্রিজ ভেঙে কাটাগাঙে পড়ে তলিয়ে যায়। এ সময় ট্রাকের ভেতরে চালক ও হেলপার ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও থানা পুলিশ দুর্ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান চালান। প্রায় ২ ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে নিখোঁজ ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।
রড-সিমেন্ট ব্যবসায়ী শাকিল আহমদ জানান, ট্রাক চালক ফারুক মিয়ার বাড়ি কোম্পানিগঞ্জ ও হেলপার জাকির মিয়ার বাড়ি এয়ারপোর্ট থানা এলাকায়। ব্রিজ ভেঙে ট্রাক নদীতে পড়ে গেলে তারা নিখোঁজ হন। পরে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা ফারুক মিয়া জানান, র্দীঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ এ সেতুটিতে জোড়াতালি দিয়ে যানবাহন চলাচল করছিল। এর মধ্যে একাধিকবার সেতুর পাটাতন খুলে দুর্ঘটনা ঘটেছে। সবশেষ সেতুটি একেবারে ভেঙেই পড়ল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভুঁইয়া জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক জগন্নাথপুরে যাচ্ছিল। পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়ক দিয়ে যাওয়ার পথে ইছগাঁও কাঁটাগাঙের স্টিলের বেইলি সেতুতে উঠতেই সেতুটি ভেঙে ট্রাকটি নদীতে তলিয়ে যায়। এ দুর্ঘটনার পর ট্রাক চালক ও সহকারী নিখোঁজ ছিলেন। সন্ধ্যায় তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি বলেন, সেতু ভেঙে যাওয়ায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে বিকল্প পথের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ট্রাকটি অতিরিক্ত পণ্য বহনের কারণে বেইলি সেতু ভেঙে নদীতে পড়ে যায়। ট্রাকের ভেতর থাকা চালক ফারুক ও হেলপার জাকিরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, এটি ঝুকিপূর্ণ সেতু। ভারি যান চলাচল নিষিদ্ধ ছিল। কিন্তু সেটি না মানায় বড় দুর্ঘটনা ঘটল। কাটাগাঙের ওপর বেইলি সেতুর জায়গায় নতুন সেতু নির্মাণের প্রস্তাব পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে। আপাতত সেতু চালু করতে বেশ কিছুদিন সময় লাগবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com