স্টাফ রিপোর্টার ::
গত ২১ আগস্ট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, সুনামগঞ্জ-এর উদ্যোগে নবনির্মিত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিন স্যার। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে কমলা, নারকেল, আম, কাঁঠাল, বেল, মাল্টা, আপেল, লিচু, পেয়ারা, নারকেল, লটকন, আতা, জাম্বুরা, নিমসহ শতাধিক ফলজ ও ঔষধি বৃক্ষরোপণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ জাকির হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মহিউদ্দিন মুরাদ ও ঝলক রায়সহ সুনামগঞ্জ বিচার বিভাগের সকল বিচারক ও ম্যাজিস্ট্রেটগণ।