শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জের ডুংরিয়া উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেম আজাদকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলার ডুংরিয়া উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে, স্কুল পরিচালনা কমিটির আয়োজনে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. নূর আলমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা তন্বী তালুকদার ও ডুংরিয়া স্কুল ও কলেজের শিক্ষার্থী সানজানা বেগমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট অর্থনীতিবিদ পরিকল্পনামন্ত্রী একমাত্র ছেলে সাদাত মান্নান অভি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক হাসনাত হোসেন, যুগ্ম সাধারণ স¤পাদক মাসুক মিয়া, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, জেলা পরিষদের সদস্য মনিরুজ্জামান সুজন, বিশিষ্ট মুরুব্বী হাজী তারিফ মিয়া, আলী হোসেন, ডুংরিয়া স্কুল ও কলেজের অধ্যক্ষ মদন মোহন, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, ডুংরিয়া উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক আবুল কাশেম আজাদ।
এ সময় আরও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষিকা মাজেদা বেগম, সহ শিক্ষিকা সীমা আক্তার, শিমুল রায়, স্কুল পরিচালনা কমিটির সহ সভাপতি মনোয়ার হোসেন, সদস্য জাহাঙ্গীর আলম, হাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক আবুল কাশেম আজাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।