মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডায় সম্পত্তি নিয়ে বিরোধিতার জেরে আলমগীর হত্যা মামলায় সৎভাইসহ দুই আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ধর্মপাশা উপজেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
রবিবার রাতে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল হক প্রেসরিলিজের মাধ্যমে জানান, আলমগীর (১৯) হত্যা মামলার প্রধান আসামি সোয়েল মিয়া ও আব্দুল হক আদালতের কাছে হত্যার দায়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আসামি লাল চাঁন ও নিহত আলমগীর স¤পর্কে সৎভাই। স¤পত্তি নিয়ে বিরোধিতার জেরে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে আলমগীরকে হত্যার উদ্দেশ্যে প্রলোভন দেখিয়ে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাকাতলা গ্রাম থেকে অপহরণ করে। একপর্যায়ে ভারতের অভ্যন্তরে নিয়ে হত্যা করে। এই ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেন নিহত আলমগীরের মা মোছা. মমতা বেগম (৫৫)। এই মামলায় প্রধান আসামিসহ ৪ জনকে গত শনিবার কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলা ও মধ্যনগরে বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। আলমগীর হোসেন (১৯) হত্যা মামলার অন্যতম আসামি নিহতের সৎভাই লালচাঁন ও জয়নালের একদিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।