মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় অস্থায়ী কার্যালয়ে গতকাল সোমবার বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় নিহত ও আহতের স্মরণে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় গ্রেনেড হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং গ্রেনেড হামলা মামলার রায় দ্রুত কার্যকরের দাবি জানানো হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন নূরীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক পরিতোষ সরকারের সঞ্চালনে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম স¤পাদক আলমগীর খসরু, যুব ও ক্রীড়া বিষয়ক স¤পাদক রিপন সরকার, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাসেল আহমদ প্রমুখ।