1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

দুই আসামি কারাগারে

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের নোয়াগাঁও গ্রাম সংলগ্ন কংস নদীতে মনসা দেবীর প্রতিমা বিসর্জনকারীদের মারধর ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় সোমবার দুপুরে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামি কাসেম মিয়া (৫৭) ও কাঁচন মিয়া (৫২) হাজিরা দিতে এলে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
ধর্মপাশা থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা সোহেল মাহমুদ বলেন, গত শনিবার এই ঘটনা ঘটে। এই ঘটনায় ওইদিন রাতেই নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার গাজীনগর গ্রামের স্বপন চন্দ্র শীল (৪৭) বাদী হয়ে ধর্মপাশা উপজেলার দুধবহর ও নোয়াগাঁও গ্রামের ১০জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২/৩জনকে আসামি করে একটি মামলা করেন। এই মামলার প্রধান আসামি কাসেম মিয়া ও তাঁর সহযোগী কাঁচন মিয়া আদালতে হাজিরা দিয়ে জামিনের জন্য আবেদন করেন। আদালতের বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com