মো. শাহজাহান মিয়া ::
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপির প্রচেষ্টায় জগন্নাথপুর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ জনপদের অবহেলিত জনগোষ্ঠীর ১০ হাজার পরিবারে পাইপ লাইনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবারহের উদ্যোগ নেয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়ন হলে আর পানির অভাব থাকবে না। প্রকল্পটি বাস্তবায়নের লক্ষে উপজেলার বিভিন্ন অঞ্চলে সুবিধাভোগী মানুষের সাথে পৃথক পৃথকভাবে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হচ্ছে। এ প্রকল্প বাস্তবায়ন করবে মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্প (জিওবি বিশ্ব ব্যাংক)।
বেশ কিছুদিন ধরে উপজেলার বিভিন্ন অঞ্চলে পাইপ লাইনের মাধ্যমে কমিউনিটিভিত্তিক পানি সরবরাহের স্মল স্কীম বাস্তবায়নের লক্ষ্যে সুবিধাভোগীদের নিয়ে উদ্বুদ্ধকরণসভা চলছে। এরই অংশ হিসেবে ২০ আগস্ট রোববার উপজেলার আশারকান্দি ইউনিয়নের দাওরাই, বড় শেওরা ও ঐয়ারকোণা গ্রামে পৃথক সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের পুত্র শাহাদাত মান্নান অভি। স্বাগত বক্তব্য রাখেন সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবদুর রব সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পরিকল্পনামন্ত্রীর রাজনৈতিক সচিব ও শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসাইন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আনহার মিয়া, জগন্নাথপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন প্রমুখ। এছাড়া বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। এসব সভায় স্থানীয় জনতার ঢল নামে। সেই সাথে মন্ত্রী পুত্রকে কাছে পেয়ে সাধারণ মানুষ অনেক খুশি হন। তারা তাকে তাদের নানা সমস্যার কথা বলেন।