স্টাফ রিপোর্টার ::
দোয়ারাবাজারে চমক আলী (৬০) নামে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার দোহালিয়া ইউনিয়নের বাদীখাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে। নিহত চমক আলী ওই ইউনিয়নের কিত্তে রাজনপুর গ্রামের মৃত আব্দুল গণির পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চমক আলী শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে বাদীকাল হাওরে কৃষি জমিতে ধানের চারা রোপণের কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। এ সময় বাদীকাল খাল পারাপারে পানিতে ডুবে নিখোঁজ হন। শুক্রবার বিকেল পর্যন্ত তার সন্ধান না পেয়ে স্বজনরা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। শনিবার দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল খাল থেকে ভাসমান অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার করে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।