বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্টে ১ জন নিহত এবং দুই জন আহত হয়েছেন। নিহত শম্ভু দাস (২৫) উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের গোপেন্দ্র দাস ভানুর পুত্র। আহতরা হলেন একই গ্রামের জয়কুমার দাসের ছেলে পাপ্পন (১৮) ও সুসেন দাসের ছেলে সবুজ (২২)। বৃহস্পতিবার দুপুরে বাদাঘাট ইউনিয়নের ভাটিপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, কয়েকদিন যাবৎ ভাটিপাড়া এলাকায় পল্লী বিদ্যুৎ লাইনের উন্নয়নকাজ চলমান রয়েছে। বৃহস্পতিবার দুপুরে পানির উপরে পরে থাকা বৈদ্যুতিক তারের পাশ দিয়ে নৌকায় করে যাচ্ছিলেন ভাটিপাড়া গ্রামের কয়েকজন লোক। এ সময় শম্ভু দাসের হাতে থাকা ভেজা বৈঠা বৈদ্যুতিক তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে ডুবে যান। পরে তাকে পানি থেকে উঠিয়ে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই দুর্ঘটনায় আহত পাপ্পন ও সবুজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, পল্লীবিদ্যুৎ লাইনের উন্নয়নকাজ করতে গিয়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অবহেলায় এই হতাহতের ঘটনা ঘটেছে।
বিশ্বম্ভরপুর থানার অফিসার ইন চার্জ সাইফুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্টে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে পল্লীবিদ্যুৎ বিভাগের বিশ্বম্ভরপুর জোনের এজিএম আরিফ হাসান বলেন, কয়েকদিন যাবৎ ভাটিপাড়া এলাকায় বিদ্যুৎ লাইনের উন্নয়নকাজ চলছে। লাইনটি উপরে টানানো ছিল কিন্তু কোন কারণে তার বা লাইনটি নিচে পড়ে যায়। এসময় নৌকায় থাকা নৌকা চালকের ভেজা বৈঠা তার ¯পর্শ করলে তিনি পানিতে তলিয়ে যান।