1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৪:১১ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

এইচএসসি পরীক্ষা : সুনামগঞ্জে প্রথম দিনে অনুপস্থিত ৮২ জন

  • আপডেট সময় শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

স্টাফ রিপোর্টার ::
সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ৮৬টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা স¤পন্ন হয়েছে। বৃহ¯পতিবার (১৭ আগস্ট) সকাল ১০টায় সারাদেশের ন্যায় সিলেটেও পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়।
প্রথম দিনের বাংলা ১ম পত্রের পরীক্ষায় সিলেটে মোট ৭৬ হাজার ৮২ জন পরীক্ষার্থী অংশ নেয়। ১ম দিনে সিলেট শিক্ষাবোর্ডে মোট ৪০৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তবে কেউ অসদুপায় অবলম্বনের জন্য কেউ বহিষ্কার হয়নি।
শিক্ষা বোর্ডের চার জেলার মধ্যে সুনামগঞ্জে ৮২ জন, সিলেটে ১৬৮ জন, হবিগঞ্জে ৮৪ জন, মৌলভীবাজারে ৭৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
সিলেট শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শরিফ আহমেদ জানান, এবারের এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে। বিভাগের ৮৬ টি কেন্দ্রে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩৩ টি কেন্দ্র, হবিগঞ্জ জেলায় ১৮ টি কেন্দ্র, মৌলভীবাজার জেলায় ১৪ টি কেন্দ্র ও সুনামগঞ্জ জেলায় ২১টি কেন্দ্র রয়েছে। এবার বাংলা ১ম পত্রে মোট পরীক্ষার্থী ছিল ৭৬ হাজার ৪৮৯ জন। উপস্থিত ছিলেন ৭৬ হাজার ৮২ জন। তবে প্রথম দিনে কেউ বহিষ্কার হয়নি।
বিভাগের চার জেলার মধ্যে বাংলা ১ম পত্রের পরীক্ষায় সিলেট জেলার ৩২ হাজার ৪৬১ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ১৬৮ জন, হবিগঞ্জ জেলার ১৪ হাজার ২০২ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৮৪ জন, মৌলভীবাজার জেলার ১৫ হাজার ৩৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৭৩ ও সুনামগঞ্জ জেলার ১৪ হাজার ৩৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৮২ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com