দিরাইয়ে কম্পিউটার প্রশিক্ষণের সনদ বিতরণ
দিরাই প্রতিনিধি ::
দিরাই-শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সার্বিক সহযোগিতায় পরিচালিত বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের নবম, দশম ও একাদশ ব্যাচের সমাপনী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে দিরাই পৌরশহরের থানা রোডের কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারের কনফারেন্স হলে সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন দিরাই-শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি খালেদ রেজা খান, সাধারণ সম্পাদক শাহিন মিয়া, দিরাই প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোশাহিদ আহমদ সর্দার, ডিএসএস প্রি ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজ, কম্পিউটার প্রশিক্ষক পারভেজ রহমান, জলি রানী দাস প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।
সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন মিয়া বলেন, আমরা ১১ব্যাচে এ পর্যন্ত ১ হাজার একশ জন শিক্ষার্থীকে আমাদের সংগঠনের সার্বিক ব্যবস্থাপনায় কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছি। তারা আজ অনেকেই কম্পিউটার চালিয়ে অর্থ উপার্জনসহ বিভিন্ন সেবামূলক কাজ করছেন। আমাদের এ প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।