স্টাফ রিপোর্টার ::
শান্তিগঞ্জে ১৭৩ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ থানার এসআই সুব্রত কুমার দাস ১৪ আগস্ট সন্ধ্যা পৌনে ৬টায় জয়কলস ইউপিস্থ ফিস হ্যাচারির সামনে সিলেট সুনামগঞ্জ সড়কের উপর চেকপোস্ট ডিউটি করাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ১৭৩ পিস ইয়াবাসহ দিরাইয়ের দাউদপুর (রাধানগর) গ্রামের হাবিবুর রহমানের পুত্র সাব্বির আহমদ (৩০) এবং একই গ্রামের মো. ছড়াই উল্লাহ’র পুত্র নাইম আহমদ (২০)-কে গ্রেফতার করেন। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত তাদের প্লাটিনা মোটরসাইকেল জব্দ করা হয়। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।