স্টাফ রিপোর্টার ::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে আলোচনাসভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সুনামগঞ্জ শহরের কালিবাড়ি মন্দিরে এই কর্মসূচির আয়োজন করা হয়।
প্রকৌশলী পি.কে চৌধুরীর সভাপতিত্বে ও মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক রবীন আচার্য্যের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে, শিক্ষাবিদ যোগেশ্বর চন্দ্র দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়, সাধারণ সম্পাদক বিমল বণিক, অ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী, সুবিমল চক্রবর্তী চন্দন প্রমুখ।