ছাতক প্রতিনিধি:
ছাতকে ছৈলা ইউনিয়নে আর্থসামাজিক উন্নয়নে হতদরিদ্র্যদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার (১৬ আগস্ট) সকালে ছৈলা ইউনিয়ন পরিষদের অস্থায়ী ভবনে হতদরিদ্র পরিবারের মহিলা সদস্যদের মাঝে ৪০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান গয়াস আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরের জামান চৌধুরী।
পরে ২২-২৩ অর্থ বছরে ট্রেড লাইসেন্স ফি আদায়ে বিশেষ অবদান রাখায় ছৈলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার মো. সিরাজ উদ্দিন ও ট্যাক্স আদায়ে বিশেষ অবদান রাখায় ২নং ওয়ার্ডের মেম্বার জহির আলীর হাতে ক্র্যাস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আলী, এলপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুর রহমান, লাক্ষেশ্বর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আজিজুর রহমান, শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ছাত্রলীগ নেতা দ্বিন ইসলাম শ্যামল, উপজেলা যুবলীগের সহ সভাপতি হারুন মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুল আলী তালুকদার, সচিব বিপ্লব রায়, মেম্বার সিরাজ উদ্দিন, মেম্বার জহির আলী, দিদার আলম, আব্দুল মতিন, ফয়জুর রহমান, মিলাদ হোসেন, আজাদ মিয়া, আব্দুল ওয়াহিদ, সদস্যা চন্দ্রমালা বিবি, আসনা আক্তার রিমা, আলকাবুন নেছা, উদ্যোক্তা- শামস উদ্দিন ও মাসুম আহমদ।