স্টাফ রিপোর্টার ::
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগার-এর আয়োজনে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ আগস্ট) বিকাল ৩টায় সুনামগঞ্জ শহরের বুলচান্দ উচ্চ বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৪১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে উপস্থিত ছিলেন- পাঠাগারের উপদেষ্টা বাংলাদেশ টেলিভিশনের কবি ও গীতিকার আলহাজ্ব শেখ এমএ ওয়ারিশ, পাঠাগারের উপদেষ্টা কবি ও ছড়াকার ইয়াকুব বখত বাহলুল, পাঠাগারের সভাপতি কবি ও প্রাবন্ধিক শেখ একেএম জাকারিয়া, সহ-সভাপতি শিক্ষক ও কবি সাজাউর রহমান, সাহিত্য স¤পাদক কবি ও প্রাবন্ধিক আসাদ বিন সফিক প্রমুখ।