দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি বদরুল হাসানে মতবিনিময় করেছেন। রবিবার বিকাল তিনটায় দোয়ারাবাজার থানা কমপ্লেক্স ভবনে দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক।
মতবিনিময় সভায় ছাতক দোয়ারাবাজার সার্কেল এসপি রণজয় চন্দ্র মল্লিক বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ প্রশাসন ও সাংবাদিকরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে সব ধরনের অপরাধ নির্মূল করা সহজ হবে।
নবাগত ওসি বদরুল হাসান বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা একান্ত প্রয়োজন। আমি সকল সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করি।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি মুহাম্মাদ হাবীবুল্লাহ হেলালী, সাধারণ স¤পাদক আশিক মিয়া। এসময় আরো বক্তব্য রাখেন দোয়ারাবাজার প্রেসক্লাবের উপদেষ্টা বজলুর রহমান, সিনিয়র সহসভাপতি আবু সালেহ মো. আলাউদ্দিন, যুগ্ম সাধারণ স¤পাদক হারুন অর রশীদ, অর্থ স¤পাদক আশিস রহমান, প্রচার স¤পারক সেলিম আহমদ, সাংবাদিক আবু বকর প্রমুখ।