স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার সোনাপুর থেকে ৪০ পিস ইয়াবাসহ মো. আলী আমজাদ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সে সদরগড় গ্রামের মৃত সুরুজ মিয়ার পুত্র।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই এএসএম ওয়াসিমুল ইসলাম, এএসআই মোজাম্মেল হক গোপন সংবাদের ভিত্তিতে ১১ আগস্ট রাত পৌনে ৮টায় সুনামগঞ্জ সদর থানাধীন সোনাপুর সাকিনস্থ সোনাপুর থেকে ওলীপুর বাজারগামী রাস্তায় অভিযান পরিচালনা করে মো. আলী আমজাদ (৪০)কে আটক করেন। আটককৃত আসামির কাছে থাকা একটি নীল রংয়ের প্লাস্টিকের প্যাকেটে রক্ষিত ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উক্ত বিষয় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।