1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৯:২৭ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

শ্যামল যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্রের সনদপত্র বিতরণ

  • আপডেট সময় রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

 

বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের ধনপুর বাজারস্থ শ্যামল যুব উন্নয়ন ক¤িপউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে গত ১১ অক্টোবর ২০২৩ সকাল ১১টায় প্রশিক্ষণার্থীদের মাঝে তিন মাস ও ছয়মাস মেয়াদী কোর্সের সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো. নিজাম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রশিক্ষক ও উদ্যোক্তা মো. সাইফুল ইসলাম।

অতিথিদের মাঝে বক্তব্য রাখেন দিঘিরপাড় দাখিল মাদ্রাসার বিএসসি শিক্ষক সুরুজ্জামান, আব্দুল হালিম সুজন, এমএসসি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সদস্য মো. নুরুল ইসলাম, প্রতিষ্ঠানের সহকারী পরিচালক মোছা. শামসুন্নাহার প্রমুখ।

বক্তাগণ বলেন, তথ্য প্রযুক্তির যুগে স্মার্ট বাংলাদেশ গড়ার সহযোগিতায় কম্পিউটার প্রশিক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনেক। এমন ভাল একটি উদ্যোগ নেওয়ার জন্য কম্পিউটার সেন্টারের উদ্যোক্তাদের ধন্যবাদ জানান তারা।

অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য যে, অত্র প্রতিষ্ঠানটি দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে প্রত্যন্ত অঞ্চলে নিজেদের উদ্যোগে আইটি প্রশিক্ষণ সেবা প্রদান করে আসছে। – সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com