স্টাফ রিপোর্টার ::
ছাতকে চার হাজার কেজি ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এসময় এর সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১২ আগস্ট) ছাতক থানাধীন গড়গাঁও এলাকায় অভিযান পরিচালনা করে একটি পিকআপ ভ্যান থেকে ৫০ কেজি ওজনের ৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। একই সাথে চিনি পাচারে জড়িত থাকার অভিযোগে দোয়ারাবাজার উপজেলার ভাওয়ালী পাড়া গ্রামের মৃত চান মিয়ার পুত্র হারুন অর রশিদ (২৮), আছিরনগর গ্রামের ফয়জুল হকের পুত্র কাওছার আলম (২২) ও উস্তেঙ্গেরগাঁও গ্রামের চাঁন মিয়ার পুত্র হৃদয় (২০)- কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা জব্দকৃত ভারতীয় চিনি আমদানি সংক্রান্ত কাগজপত্রসহ অন্যান্য বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এ ব্যাপারে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করে আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।