জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১টায় জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক স¤পাদক মারজানা ইসলাম শিবনা। অন্বেষা চৌধুরী পূজা ও সূচনা রানী তালুকদারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
বিশেষ অতিথি ছিলেন জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মাদ আলী, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুর রাজ্জাক মাস্টার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিনা রানী তালুকদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, যুগ্ম সাধারণ স¤পাদক কাজী আশরাফুজ্জামান, সাংগঠনিক স¤পাদক মোবারক হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, আওয়ামী লীগ নেতা আসাদ আল আজাদ, আব্দুল হক, রিয়াজ উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল খয়ের, যুব মহিলা লীগের সভাপতি শাহানা আল আজাদ।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগ নেত্রী সাহেদা আক্তার, মিনারা বেগম, জরিনা বেগম, ঝর্ণা বেগম, কল্পনা বেগম প্রমুখ।