জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে প্রশাসনের আশ্বাসে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এতে জনমনে স্বস্তি ফিরেছে।
জানাগেছে, ইজিবাইক, টমটম ও মিশুকসহ ব্যাটারিচালিত গাড়ি অপসারণের দাবিতে বিগত ২০২১ সালে মানববন্ধন করে জগন্নাথপুর উপজেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। তাতে কাজ না হওয়ায় চলতি ২০২৩ সালের ২১ জুলাই ফের পরিবহন ঐক্য পরিষদের উদ্যোগে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্তের আলোকে গত ৩০ জুলাই পরিবহন ধর্মঘটের ডাক দিয়ে প্রশসান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। এতে উল্লেখ করা হয়, ১২ আগস্টের মধ্যে দাবি মানা না হলে আগামী ১৩ আগস্ট থেকে জগন্নাথপুরে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলবে।
এরই প্রেক্ষিতে ১২ আগস্ট শনিবার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পরিবহন ঐক্য পরিষদ নেতৃবৃন্দকে নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনাক্রমে পূর্ব ঘোষিত পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, জগন্নাথপুর উপজেলা সড়ক পরিবহন ঐক্য পরিষদের সভাপতি ও উপজেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি হাজী শাহ নিজামুল করিম, উপজেলা মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি রব্বানী মিয়া, আজাদ ভূইয়াসহ ঐক্য পরিষদ নেতৃবৃন্দ।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা সড়ক পরিবহন ঐক্য পরিষদের সভাপতি ও মিনিবাস মালিক সমিতির সভাপতি হাজী শাহ নিজামুল করিম জানান, অচিরেই অবৈধ ইজিবাইক, টমটম ও মিশুকসহ ব্যাটারিচালিত গাড়ি অপসারণ করা হবে বলে প্রশাসনের আশ্বাসে আমরা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছি।