স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ সিতাব আলী (৪০) নামের এক ব্যক্তি গ্রেফতার হয়েছে। সে উপজেলার গন্ধর্বপুর (অনন্তপুর) গ্রামের মৃত ছায়াদ আলীর পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ শামসুল আরেফিন ১০ আগস্ট রাত সোয়া ১২টায় জগন্নাথপুর থানাধীন অনন্তপুর এলাকায় অভিযান পরিচালনা করে সিতাব আলীকে আটক করেন। আটককৃত আসামির দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।