স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরের কাজীর পয়েন্ট এলাকায় ‘আবাবিল নুরানী শিশু একাডেমী’র নতুন ক্যা¤পাসের উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় একাডেমী মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
একাডেমীর সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা মোবাশ্বির আলীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ ইমাম মুয়াজ্জিন পরিষদের উপদেষ্টা হাফিজ আতাউর রহমান লস্কর, হাফিজ জয়নাল আবেদীন, পূর্ব বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আবু সাঈদ, একাডেমীর অধ্যক্ষ হাফিজ নুর হোসেইন, মাওলানা জসীম উদ্দিন, ব্যবসায়ী হাজী মো. আব্দুল হাসিম, অভিভাবক মো. নুরুল হাসান আতাহের।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পেশ করেন হাফিজ জয়নাল আবেদীন।