মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলা সদরের মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে ওই শিক্ষা প্রতিষ্ঠানটির ভর্তি ব্যাচ ৯২-এর শিক্ষার্থীদের উদ্যোগে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ওই শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরীর ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই ম্যুরাল দুটির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা ধর্মপাশার ইউএনও শীতেষ চন্দ্র সরকার।
মধ্যনগর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদের পরিচালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, মধ্যনগর থানার ওসি মো. জাহিদুল হক, মধ্যনগর উপজেলা আওয়ামী আলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন, ভর্তি ব্যাচ ৯২ এর সাবেক শিক্ষার্থী আল মামুন, আতিক ফারুকি প্রমুখ।