‘
স্টাফ রিপোর্টার ::
পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী ইউনিয়ন জেলা শাখার সভাপতি মো. খসরু পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ইমাম হোসেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ স¤পাদক সালমান শেখ, সিনিয়র সহ-সভাপতি মামুন ভূঁইয়া, সহ-সভাপতি আরিফুল ইসলাম, সহ-সভাপতি ইব্রাহিম খান, সহ-সাধারণ স¤পাদক মনোজ কান্তি দাস, সহ-সাংগঠনিক স¤পাদক মো. শফিকুল ইসলাম জোটন, ক্রীড়া স¤পাদক জাহিদুল ইসলাম, আইন বিষয়ক স¤পাদক আলিম খন্দকার, কার্যকরী সদস্য আরিফুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী ইউনিয়ন ঢাকা বিভাগের সভাপতি দিপল কুমার শীল, সিলেট বিভাগের আহ্বায়ক মঈন উদ্দিন, সংগঠনের সাবেক আহ্বায়ক কৃপেশ চন্দ, সাবেক সাধারণ স¤পাদক পংকজ দাস, সাংগঠনিক স¤পাদক কামরুজ্জামান সুমন।
পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী ইউনিয়ন জেলা শাখার সাধারণ স¤পাদক মনোজ কান্তি তালুকদারের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী ইউনিয়ন জেলা শাখার জামাল উদ্দিন, এরশাদ মিয়া, হাবিবুর রহমান, আঙ্গুর আলম, সুনীল দেবনাথ, মুর্শেদ আলম, অমল চন্দ্র দাস, ইলিয়াছ হোসেন, মহিবুল হাসান, দিলোয়ার হোসেন, সোহেল আহমদ, শাহীন মিয়া, শাহীন আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন মো. সোয়াইব আহমদ, গীতা থেকে পাঠ করেন মনোজ কান্তি তালুকদার। পরে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদদের রুহের শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভার আগে অতিথিদের শুভেচ্ছা স্মারক উপহার দেয়া হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন আজ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করছেন। আজ ডিজিটাল হয়েছে দেশ। এখন স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার। বক্তারা বলেন, সংগঠনের সদস্যরা কোনো দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারছেন না। আমাদের অধিকার আদায়ে এক হয়ে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে মো. খসরু পারভেজকে সভাপতি করে এবং মনোজ কান্তি তালুকদারকে সাধারণ স¤পাদক করে ৬১ সদস্যবিশিষ্ট সুনামগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়।