জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে প্রধান সড়কে নির্মাণসামগ্রী রেখে যানজট সৃষ্টি ও জনভোগান্তির দায়ে ৩ জনকে জরিমানা করা করা হয়েছে।
বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সাজেদুল ইসলামের নেতৃত্বে পৌর শহরের বটেরতল নামক স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় প্রধান সড়কে বালু ও পাথরসহ নির্মাণ সামগ্রী রেখে প্রতিবন্ধকতা ও যানজট সৃষ্টির দায়ে ৩ ব্যক্তিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।