স্টাফ রিপোর্টার ::
দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে ৩০ বোতল বিদেশি মদসহ দুই জন গ্রেফতার হয়েছে। এরা হল দোয়ারাবাজার উপজেলার ইসলামপুর গ্রামের মো. আবুল খায়ের-এর পুত্র মো. হযরত আলী (২০) ও পেকপাড়া গ্রামে জব্বার মিয়ার পুত্র মো. আব্দুল্লাহ (১৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে দোয়ারাবাজার থানাধীন বাংলাবাজারস্থ সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ বোতল বিদেশি মদসহ তাদের গ্রেফতার করেন। এ ব্যাপারে আসামিদ্বয়ের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।