স্টাফ রিপোর্টার ::
শান্তিগঞ্জে হাওরে মাছ ধরে বাড়ি ফেরার পথে নৌকায় আকস্মিক বজ্রাঘাতে পানিতে পড়ে এক ভাই নিখোঁজ হয়েছেন। এ সময় আরেক ভাই ও তাদের এক প্রতিবেশী আহত হয়েছেন। নিখোঁজ আব্দুল মোতালিব (২০) ও আহত দুলাল মিয়া (১৮) উপজেলার দরগাপাশা ইউনিয়নের হরিনগর গ্রামের নাসির উদ্দিনের ছেলে। আহত অপরজন রফিক মিয়া তাদের প্রতিবেশী। মাছ ধরে জীবিকা নির্বাহ করেন তারা।
রবিবার (০৬ আগস্ট) বিকেলে উপজেলার দেখার হাওরে বজ্রাঘাতের ঘটনা ঘটে। নিখোঁজ জেলের সন্ধানে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান কবীর হোসেন জানান, সকালে ওই তিন জেলে দেখার হাওরে মাছ ধরতে যান। মাছ ধরার সময় হাওরে ঝড়বৃষ্টি শুরু হলে বাড়ির পথে রওনা হন। এ সময় মোতালিব নৌকা চালাচ্ছিলেন। আকস্মিক নৌকায় বজ্রাঘাতের ঘটনা ঘটে। এতে নৌকা থেকে হাওরের পানিতে পড়ে নিখোঁজ হন মোতালিব। সঙ্গে থাকা রফিক ও দুলাল আহত হন। পরে শান্তিগঞ্জ থানা পুলিশ সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে জানালে উদ্ধার অভিযান শুরু হয়। এখনও নিখোঁজ জেলের সন্ধান পাওয়া যায়নি।
শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ আহমদ চৌধুরী জানান, হাওরে মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতের কবলে পড়েছেন তারা। আহত দুই জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে অভিযান চলছে।