স্টাফ রিপোর্টার ::
দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে ৯০ পিস ইয়াবাসহ মো. ফারুক আহমদ (৩৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে দোয়ারাবাজার উপজেলার দক্ষিণ কলাউড়া গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে কলাউড়া মাদ্রাসাগামী রাস্তা থেকে ৯০পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।