স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌর শহরের ৫ খাল উদ্ধার অভিযানের এ পর্যায়ে ভাঙা হল কামারখালে অবস্থিত কালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন। শনিবার এই উচ্ছেদ কার্যক্রমের তদারকি করে সদর উপজেলা ভূমি অফিস। প্রায় দুই সপ্তাহ ধরে অবৈধ স্থাপন উচ্ছেদ চলতে থাকায় দৃশ্যমান হচ্ছে কামারখাল।
এদিকে, কামারখালের দখলদারদের তালিকার মধ্যে অন্যতম ছিল কালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। শিক্ষাপ্রতিষ্ঠানটির ভবনের একটি বড় অংশ খালের উপর অবস্থিত। সার্ভেয়ারের মাধ্যমে খালের সীমানা নির্ধারণ করে দখলকৃত অংশটি উচ্ছেদ করেন সংশ্লিষ্টরা।
এ ব্যাপারে সদর উপজেলা ভূমি অফিসের তহশীলদার কামাল হোসেন বলেন, কামারখালের বেশকিছু জায়গাজুড়ে স্কুল ভবনটি ছিল। তাই এটি উচ্ছেদ করা হচ্ছে। খালের মধ্যে থাকা সকল স্থাপনা অপসারণ করা হবে। তিনি জানান, যতদিন পর্যন্ত ৫ খালের দখলকৃত স্থান উদ্ধার না হবে ততোদিন পর্যন্ত উচ্ছেদ অভিযান চলবে।