স্টাফ রিপোর্টার ::
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ আগস্ট) সন্ধ্যায় শহরের রমিজবিপণিস্থ দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগ নেতা ও সুনামগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট চাঁন মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল ওদুদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ঝন্টু তালুকদার, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট স্বপন রায় সপু, সুনামগঞ্জ পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক স¤পাদক মাহবুবুল হাসান শাহীন, আওয়ামী লীগ নেতা মো. শাহীন হোসেন, জেলা শ্রমিকলীগের দপ্তর স¤পাদক মো. শাহীন মিয়া, যুবলীগ নেতা শাহীদুর রহমান, সুদীপ্ত রায়, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খোরশেদুল হাসান খোরশেদ, জেলা ছাত্রলীগের উপধর্ম-বিষয়ক স¤পাদক দীপ্ত দাস তন্ময় প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আতাউর রহমান লস্কর।