তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে পর্যটক পরিবহনকারী হাউসবোট জলছবি পানিতে ডুবে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার বিকেলে উপজেলার বড়দল (দক্ষিণ) ইউনিয়নের বড়দল নতুন হাটি গ্রামের পাশে ডুবে যায়। আর পানি কম থাকার কারণে কারো কোন ক্ষতি হয়নি।
অনির্বাণ দাশসহ স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে ও খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার ২০ জন পর্যটক নিয়ে সুনামগঞ্জ শহর থেকে টাঙ্গুয়ার হাওরে রওনা দেয় ‘জলছবি’। বিকেলে তাহিরপুর উপজেলার জামলাবাজ গ্রামের পাশ দিয়ে নদী থেকে হাওরে প্রবেশ করার সময় শুষ্ক মৌসুমে চলাচলের জন্য সড়কে থাকা কালভার্টে ধাক্কা লেগে যায়। এতে হাউসবোটের তলা ফেটে গিয়ে পানি প্রবেশ করতে থাকলে দ্রুত বড়দল নতুন হাটি গ্রামে পাশে তীরে নৌকাটি ভিড়ানো হয়।
এ বিষয়ে হাউসবোট জলছবি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ভাগ্যক্রমে পর্যটকরা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলেন মনে করছেন স্থানীয়রা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি জানান, নদী থেকে হাওরে প্রবেশ রাস্তায় সাবধানতার সাথে পার হতে হবে। কারণ শুষ্ক মৌসুমে ওইসব গ্রামের বাসিন্দাদের চলাচলের জন্য রাস্তায় কালভার্ট আছে। সবাই নদীপথ এবং হাওর দিয়ে চলাচলের সময় কালভার্ট এবং বিদ্যুতের তার বা পিলার দেখে সতর্কতার সাথে যাওয়ার আহ্বান জানান।