ছাতক প্রতিনিধি ::
ছাতকের পশ্চিম চেচানে হাইওয়ে সড়কে পাথর ফেলে রাখার কারণে ট্রাক অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অ্যাম্বুলেন্সের যাত্রী নিহত ও ৪জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৪ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের চেচান নামক স্থানে রাস্তার মধ্যভাগজুড়ে পাথর ফেলে রাখার কারণে সিলেটগামী অ্যাম্বুলেন্স ও সুনামগঞ্জগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা জামালগঞ্জ উপজেলার বেহলী আলীপুর গ্রামের মৃত জুয়াদ আলীর ছেলে শামছুর রহমান (৭০) ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত ৪জনকে রাতেই উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল প্রেরণ করেছে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন।
এ ব্যাপারে জয়কলস হাইওয়ে থানার ওসি আব্দুল কবির জানান, ট্রাক ও অ্যাম্বুলেন্স থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।