সুনামগঞ্জ জেলা সদর কিংবা উপজেলা সদরসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলে এখনও পর্যন্ত ডেঙ্গুর আক্রমণের সূত্রপাত ঘটেছে বলে জানা যায়নি। তবে সুনামগঞ্জ সদর হাসপাতালে কয়েকজন ডেঙ্গুরোগীর চিকিৎসা হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে এবং জানা গেছে তাঁরা জেলার বাইরে থেকে অর্থাৎ ঢাকা থেকে আক্রান্ত হয়ে এখানে এসেছেন। এদিক থেকে বিবেচনায় সুনামগঞ্জ এখনও নিরাপদ আছে, কিন্তু সে-নিরাপত্তা বিঘিœত হবে না, তার কোনও নিশ্চয়তা নেই, এমনকি অনতিবিলম্বে অতিমারিরূপে প্রাদুর্ভূত হলেও আশ্চর্য হওয়ার কীছু থাকবে না। বরং এমন একটি আশঙ্কা থেকেই যায়। এই কারণে দেশের কোনও কোনও অঞ্চলে জনসচেতনতামূলক প্রচারাভিযানসহ বিশেষ করে মশকনিধনের কার্যক্রম শুরু হয়েছে। যেমন জামালপুর জেলা আওয়ামী লীগ কর্তৃক ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনাসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বিদগ্ধমহল মনে করেন, ডেঙ্গুর বিষয়ে সুনামগঞ্জের পক্ষেও নিশ্চেষ্ট হয়ে বসে থাকা সমীচীন হবে না, কোনও-না-কোনওভাবে ও পদ্ধতিতে আগাম প্রতিরোধ গড়ে তোলা আবশ্যক। এ ব্যাপারে যথাবিহিত কার্যক্রম শুরুর করার জন্যে উদ্বিগ্ন পুরবাসী ও জেলাবাসীর পক্ষ থেকে আমাদের পৌরসভা ও জেলা প্রশাসনের বরাবরে দাবি জানাচ্ছি।