1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৭:০৫ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

জনবল সংকটে ধুঁকছে ভূমি অফিস, ভোগান্তিতে মানুষ

  • আপডেট সময় শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলা ভূমি অফিসসহ চারটি ইউনিয়ন ভূমি অফিসে লোকবল কম থাকার কারণে সেবা নিতে আসা জনসাধারণকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অপরদিকে যথাযথ সেবা প্রদান করতে হিমশিম খেতে হচ্ছে কর্মকর্তা-কর্মচারীদের।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ধর্মপাশা উপজেলা ভূমি অফিসে ১৫টি পদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সহ ৯জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। ওই দপ্তরে শূন্য পদ রয়েছে ৬টি।
ধর্মপাশা সদর ইউনিয়ন ভূমি অফিসে সৃষ্ট পদ রয়েছে ৬টি। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাসহ কর্মরত রয়েছেন ৩ জন। শূন্য পদ রয়েছে ৩টি পদ।
মধ্যনগর ইউনিয়ন ভূমি অফিসে ৬টি পদের বিপরীতে কর্মরত আছেন ২জন। বাকি ৪টি পদ রয়েছে শূন্য।
বাদশাগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে ৬টি পদের মধ্যে কর্মরত আছেন ৩জন। শূন্য পদ রয়েছে ৩টি। এছাড়া জয়শ্রী ইউনিয়ন ভূমি অফিসে ৬ জনের মধ্যে কর্মরত আছেন ২জন। শূন্য পদ রয়েছে ৪টি পদ।
এদিকে, গত এক মাসে ধর্মপাশা উপজেলা ভূমি অফিসে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাররে নামজারির আবেদন পড়েছে ৩৯৮টি। এর মধ্যে নি®পত্তি হয়েছে ২৫২টি।
ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান বলেন, লোকবল কম থাকার কারণে দপ্তরে সেবা নিতে আসা লোকজনকে যথাযথ সেবা প্রদানে কিছুটা সমস্যা হচ্ছে। লোকবল কম থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে এর সমস্যা সমাধান হয়ে যাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com