স্টাফ রিপোর্টার ::
শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া বড়হাটি গ্রামে অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর ভস্মিভূত হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) রাত ৯টার দিকে অগ্নিকা-ের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওইদিন রাত ৯টার দিকে গ্রামের জমসেদ আলীর ছেলে রহিম উদ্দিনের ঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মূহূর্তেই সে আগুন পার্শ্ববর্তী বসতঘরে ছড়িয়ে পড়ে। অগ্নিকা-ে ৮টি পরিবারের ক্ষতি ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তরা হলেন- মৃত আবদুল মতলিবের ছেলে জমসেদ আলী, জমসেদ আলীর ছেলে রহিম উদ্দন, বোরহান উদ্দিন, মৃত আহাদ উল্লাহর ছেলে নূরুল ইসলাম, তার ছেলে আক্তার হোসেন, আবদুল হান্নানের ছেলে কালামন মিয়া, মৃত আবদুল করিমের স্ত্রী দিলারা বেগম ও নূরুন নাহার।
শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জিসান রহমান নাবিক বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। ঘণ্টাখানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।