মো. সাজ্জাদ হোসেন শাহ ::
হাওরজেলা সুনামগঞ্জ থেকে নিয়মিত একটি দৈনিক পত্রিকা প্রকাশ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তারপর ৯ বছর ধরে নিয়মিত পত্রিকাটি প্রকাশ করা হচ্ছে। বর্তমান সময়ে পত্রিকা প্রকাশ করে তা থেকে আয় করা সম্ভব নয়। তবুও পাঠকের কথা বিবেচনা করে কর্তৃপক্ষ বিপুল পরিমাণ অর্থ ভর্তুকি দিয়ে পত্রিকাটি নিয়মিত প্রকাশ করে পাঠকের হাতে তুলে দেয়। শুধু তাই নয়, জন্মলগ্ন থেকেই পত্রিকাটি সত্য প্রকাশে দ্বিধাহীন থেকে সত্যের পথেই এগিয়ে যাচ্ছে। এই ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে।
গত শনিবার (২৯ জুলাই) সকালে দৈনিক সুনামকণ্ঠ’র কনফারেন্স হলে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন সুনামকণ্ঠ’র সম্পাদকম-লীর সভাপতি মো. জিয়াউল হক।
সুনামকণ্ঠ’র স্টাফ রিপোর্টার শহীদ নূর আহমেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন স¤পাদক ও প্রকাশক বিজন সেন রায়। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপ-স¤পাদক ইকবাল কাগজী, প্রধান বার্তা স¤পাদক শামস শামীম, স্টাফ রিপোর্টার শামছুল কাদির মিসবাহ, মো. সাজ্জাদ হোসেন শাহ, মোসাইদ রাহাত, মো. সাইফুল্লাহ, মো. শাহজাহান মিয়া প্রমুখ।
সম্মেলনে জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর, ছাতক, জগন্নাথপুর দোয়ারাবাজার, দিরাই, শাল্লা, শান্তিগঞ্জ উপজেলার প্রতিনিধিগণসহ সুনামকণ্ঠ পত্রিকার সকল কলাকুশলীবৃন্দ উপস্থিত ছিলেন।