স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ভবানীপুরে ঐতিহ্যবাহী হাডুডু খেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৯ জুলাই) ভবানীপুর-জগন্নাথপুর গ্রামবাসীর আয়োজনে ভবানীপুর বনাম জগন্নাথপুর দলের উদ্বোধনী ম্যাচ উদ্বোধন করেন মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল হক।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোশাহিদ আলী, সমাজসেবক আতাহার মিয়া, সাবেক মেম্বার মো. হাবিবুর রহমান, সিরাজ মিয়া, আলীম উদ্দিন, আসকন্দর আলী, আবিদ আলী, লিটন মিয়া, আয়োজক আব্দুল মজিদ মেম্বার, জমির মিয়া প্রমুখ।
হাডুডু খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আশ্বাদ আলী ও সহকারী রেফারি ছিলেন আমজদ আলী।
আয়োজকরা জানান, হাডুডু খেলায় ৬০ দল অংশ নেয়। প্রথম পুরস্কার হল একটি খাসি।