জগন্নাথপুর প্রতিনিধি ::
ঢাকায় বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে জগন্নাথপুরে আ.লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে আ.লীগের দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা শেষে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর পয়েন্টে প্রতিবাদ সভায় মিলিত হয়।
দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম।
বিক্ষোভ মিছিল শেষে পৌর পয়েন্টে উপজেলা আ.লীগের সহ-সভাপতি সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূইয়ার সভাপতিত্বে এবং সাবেক প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাবেক সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আ.লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, সাবেক সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, পৌর আ.লীগের সভাপতি ডা. আবদুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক শশী কান্ত গোপ, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মুকিত, সাধারণ সম্পাদক তাহা আহমদ, কলেজ ছাত্রলীগের সভাপতি হাসান আদিল প্রমূখ। এতে উপজেলার রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, আ.লীগ নেতা আকমল খান, সাবেক পৌর কমিশনার মুকুল ভট্টাচার্য্যসহ সকল ইউনিয়ন থেকে আসা আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, আমরা সন্ত্রাস ও নৈরাজ্য চাই না। দেশে শান্তি চাই। তবে কেউ নৈরাজ্য সৃষ্টি করলে ছাড় দেয়া হবে না। রাজপথেই মোকাবেলা করা হবে।