স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জে হাজী সাদেক আলী ফাউন্ডেশনের উদ্যোগে ‘রাঈদ মাহমুদ স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০২৩’ আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. রেজাউল করিম শামীম। এতে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) গোলাম জাহান রাব্বী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক এম নবী হোসেন, সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাকর মজুমদার, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি অতুল চন্দ্র তালুকদার, সাধারণ স¤পাদক গোলাম সারোয়ার, সহকারী শিক্ষক সমিতির সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারণ স¤পাদক মো. সাফিজ উদ্দিন, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, প্রধান শিক্ষক রইসুজ্জামান, উপজেলা আ.লীগের যুব ও ক্রীড়া স¤পাদক খন্দকার শহীদুল ইসলাম, ফাউন্ডেশনের দাতা সদস্য রিয়াজ মাহমুদ মেহেদী প্রমুখ।
ফাউন্ডেশনের চেয়ারম্যান রেজাউল করিম শামীম বলেন, জামালগঞ্জ উপজেলা শিক্ষার মানউন্নয়নে ও শিক্ষার প্রাথমিক ফাউন্ডেশন স্তরে প্রতিযোগিতা বাড়াতে ‘রাঈদ মাহমুদ স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০২৩’ অনুষ্ঠিত হবে। জামালগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের ১২৬টি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৪ নভেম্বর/২৩ এই পরীক্ষার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। এই বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি ও সম্মাননা স্মারক প্রদান করা হবে। এছাড়া হাজী সাদেক আলী ফাউন্ডেশনের উদ্যোগে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শিক্ষিকা, সহকারী শিক্ষকদেরও সম্মাননা প্রদান করা হবে।